WE'RE HIRING!
Currently the following job opportunities are available.
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ:
প্রজেক্ট/ প্রোগ্রাম:
- মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম (এমএফপি)
কাজের সারসংক্ষেপ:
- সিএসএস একটি জনকল্যাণব্রতী স্বেচ্ছাসেবী সংস্থা। ১৯৭২ সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার এমআরএ সনদ নং: ০২৫৭৮-০১৯৭৭-০০১২৯। লোন অফিসারগণ সংস্থার মাঠ পর্যায়ের জরিপের মাধ্যমে সদস্য ভর্তি, দলগঠন, ঋণ বিতরণ, নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় সংক্রান্ত কাজে নিয়োজিত হবেন।
দায়িত্ব ও কর্তব্য :
- যোগদানের ৩-৪ মাসের মধ্যে সদস্যদের নিয়ে দল গঠন সম্পন্ন করা।
- গঠিত দল ব্রাঞ্চ ভুক্ত অর্থাৎ দলের অনুমোদন প্রাপ্তির পরেই উক্ত দল থেকে সঞ্চয় আদায় শুরু করা।
- কর্মসূচির নীতিমালা অনুযায়ী ঋণ প্রদান করা।
- চুক্তি মোতাবেক সদস্যগণের সাপ্তাহিক/ মাসিক কিস্তি আদায় করা।
- ঋণ ও সঞ্চয় হিসাব ফরম, রেজিস্টার/ শিটসমূহ সংরক্ষণ করা।
- দল থেকে আদায়কৃত সঞ্চয় ও ঋণের কিস্তি বাবদ আদায়কৃত টাকা সকলের উপস্থিতিতে ব্রাঞ্চে এলও কাম ক্যাশিয়ারের নিকট জমা দেয়া।
- ঋণের আবেদন ফরম, দৈনিক আদায়যোগ্য ও আদায়কৃত তথ্য বোর্ড পূরণ করা।
- পালাতক সদস্য ও পুরাতন ঋণের টাকা আদায়ে সচেষ্ট থাকা।
- ব্রাঞ্চ ম্যানেজারের নির্দেশনা ও সংস্থার নীতিমালা অনুযায়ি কাজ করা।
শিক্ষাগত যোগ্যতা:
- এইচএসসি / স্নাতক/ স্নাতকোত্তর
- এইচএসসি পাশ প্রার্থীদের মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক সনদপ্রাপ্ত যেকোনো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে সঞ্চয় ও ঋণ আদায় কার্যক্রমে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
চাকরির আরো প্রয়োজনীয় বিষয়সমূহ:
- বয়স সর্বোচ্চ ৩৫ বছর
- এইচএসসি পাশ প্রার্থীদের মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক সনদপ্রাপ্ত যেকোনো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে সঞ্চয় ও ঋণ আদায় কার্যক্রমে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । স্নাতক/ স্নাতকোত্তর পাশ প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- প্রার্থীদের সংস্থার চাহিদা মোতাবেক আইনগত অভিভাবকের নিকট হতে অঙ্গীকারনামা জমা দিতে হবে।
- মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের উপর যেকোনো ধরনের প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।
- আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।
- প্রার্থীদের অবশ্যই সৎ, পরিশ্রমী এবং অধূমপায়ী হতে হবে।
- বাইসাইকেল চালিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন:
- টাকা.২০,৫০৪ – ২২,২০০ (মাসিক)
সুযোগ-সুবিধাসমূহ:
- পিএফ সুবিধা, গ্রাচুইটি সুবিধা, বাৎসরিক ইনক্রিমেন্ট সুবিধা, ইনসেনটিভ সুবিধা, বীমা সুবিধা, ক্রেডিট ভাতা, দূরত্ব ভাতা, মোবাইল বিল, মোট বেতনের সমপরিমাণ ১টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পিকনিক ভাতা, কর্মী সহায়তা তহবিল, শিক্ষা সহায়তা তহবিল, স্পেশাল ফান্ড সুবিধা, জ্বালানি বিল প্রদান, পুরুষ কর্মীদের ফ্রি আবাসিক সুবিধা, নারী কর্মীদের আবাসন ভাতা ও দৈনিক যাতায়াত ভাতা, বাৎসরিক ৩০ দিন ছুটি এবং বছরে ১২ দিন ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকুরী শেষে আর্থিক সুবিধা প্রদান, প্রতি বছরে পবিত্র ঈদ-উল-ফিতর, পবিত্র ঈদ-উল-আযহা এবং শারদীয়া দুর্গা পূজা উপলক্ষ্যে প্রত্যেকটি পর্বে ০৭ দিন/১ সপ্তাহ করে ছুটি প্রদান,তাছাড়াও প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব ও মাতৃত্বজনিত ছুটি।
আবেদন পদ্ধতি: হার্ড কপি
- পরীক্ষার তারিখ: ২০-০৯-২০২৪, সময়: সকাল ৯.০০ ও পরীক্ষার স্থান: সিএসএস উত্তরা ব্রাঞ্চ, বাড়ি নং-২৬, রোড নং-১১, সেক্টর-৪, উত্তরা মডেল টাউন, উত্তরা, ঢাকা ।
- পরীক্ষার তারিখ: ২৭-০৯-২০২৪, সময়: সকাল ৯.০০ ও পরীক্ষার স্থান: সিএসএস মোস্তফাপুর ব্রাঞ্চ, উকিল বাড়ি, ঘটমাঝি, মোস্তফাপুর, (মোস্তফাপুর বাস স্ট্র্যান্ড সংলগ্ন), মাদারীপুর সদর, মাদারীপুর।
- পরীক্ষার তারিখ: ০৪-১০-২০২৪, সময়: সকাল ৯.০০ ও পরীক্ষার স্থান: মুসলিম একাডেমি, ডিসি অফিসের পশ্চিম পার্শ্বে, বই মার্কেট সংলগ্ন, কারবালা রোড, যশোর ।
- পরীক্ষার তারিখ: ১৮-১০-২০২৪, সময়: সকাল ৯.০০ ও পরীক্ষার স্থান: সিএসএস জয়দেবপুর ব্রাঞ্চ, বাড়ী নং-৫৯,ক্যাডেট কলেজ আবাসিক এলাকা, জয়দেবপুর পুলিশ লাইন, জয়দেবপুর, গাজীপুর।
- পরীক্ষার তারিখ: ০১-১১-২০২৪, সময়: সকাল ৯.০০ ও পরীক্ষার স্থান: রেভারেন্ড পলস হাই স্কুল, ৮৭ এম এ বারি রোড, বানরগাতি, গল্লামারী, খুলনা।
- পরীক্ষার তারিখ: ০৮-১১-২০২৪, সময়: সকাল ৯.০০ ও পরীক্ষার স্থান:সিএসএস নরসিংদী সদর-০১ ব্রাঞ্চ, ভেলানগর, তিতাস গ্যাস রোড, মা ক্লিনিকের উত্তর পার্শ্বে (দ্বিতীয় তলা), জেলখানা মোড়, গ্রাম-চিনিশপুর, ডাকঘর-নরসিংদী।
- আগ্রহী প্রার্থীদের পরিচালক এইচআরএম অ্যান্ড পিএমইএল বরাবর আবেদন করতে হবে। জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে ২ কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত রঙ্গিন ছবি,জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে) এর সত্যায়িত ফটোকপি ও সকল প্রয়োজনীয় সনদসহ উল্লিখিত ঠিকানাগুলির যেকোনো একটি ঠিকানায় (যেখানে পরীক্ষা দিতে ইচ্ছুক) যথাসময়ে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো ।
- প্রার্থীদের পরীক্ষার দিন ১০০/- টাকা পরীক্ষার ফি (অফেরতযোগ্য) নগদ প্রদান করে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নির্বাচিত প্রার্থীদের যোগদানের পূর্বে ১৫,০০০/= টাকা জামানত হিসেবে জমা দিতে হবে যা চাকুরী শেষে লভ্যাংশসহ ফেরতযোগ্য। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না। যে সকল প্রার্থীদের আত্মীয় সিএসএস এ কর্মরত রয়েছে তাদের আবেদন না করার জন্য উৎসাহিত করা যাচ্ছে।
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ:
কাজের সারসংক্ষেপ:
- সিএসএস একটি জনকল্যাণব্রতী স্বেচ্ছাসেবী সংস্থা। ১৯৭২ সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার এমআরএ সনদ নং: ০২৫৭৮-০১৯৭৭-০০১২৯। সংস্থার মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের জন্য ব্রাঞ্চ ম্যানেজার নিয়োজিত হবেন। ব্রাঞ্চ ম্যানেজার ব্রাঞ্চের সার্বিক বিষয়ে ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন।
দায়িত্ব ও কর্তব্য :
- অফিস ব্যবস্থাপনা।
- কর্মী ব্যবস্থাপনা।
- কর্ম এলাকা নির্ধারণ।
- দল ব্যবস্থাপনা ও পরিদর্শন এবং মনিটরিং করা।
- বার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা।
- প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা।
- তহবিল ব্যবস্থাপনা।
- অফিস ব্যয় পরিচালনা করা।
- এমআইএস ও এফআইএস প্রতিবেদন প্রস্তুত করা।
- ব্রাঞ্চের সকল হিসাব সংরক্ষণ করা।
- মাসভিত্তিক লক্ষ্যমাত্রা অর্জনের হার নির্ধারণ করা।
- জনসংযোগ করা।
- অফিসের মেস ব্যবস্থাপনা করা।
- ঋণ ব্যবস্থাপনা।
- সঞ্চয় ব্যবস্থাপনা।
- নীতিমালা অনুযায়ী ব্রাঞ্চের বিল ভাউচার সহ অন্যান্য বিষয়ে অনুমোদন করা।
- পাশ বই ও এল ও রেজিস্টার শিট চেকিং করা।
অভিজ্ঞতা:
- সর্বনিম্ন ৩ বছর
- আবেদনকারীদের নিম্নলিখিত ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে: Branch manager, Micro Credit
চাকরির আরো প্রয়োজনীয় বিষয়সমূহ:
- বয়স সর্বোচ্চ ৩৭ বছর
- এমআরএ সনদপ্রাপ্ত যেকোনো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ব্রাঞ্চ ম্যানেজার পদে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- মাইক্রোফাইন্যান্স এর উপর প্রশিক্ষনপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- প্রার্থীদের সংস্থার চাহিদা মোতাবেক আইনগত অভিভাবকের নিকট হতে অঙ্গীকারনামা জমা দিতে হবে।
- প্রার্থীর মোটরসাইকেল চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
- আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
- প্রার্থীকে অবশ্যই পরিশ্রমী, সৎ এবং অধূমপায়ী হতে হবে।
বেতন:
- আলোচনা সাপেক্ষ (তবে অভিজ্ঞতার ভিত্তিতে সর্বোচ্চ ৩৯,৯০৭ টাকা পর্যন্ত)
সুযোগ-সুবিধাসমূহ:
- বাৎসরিক ৩০ দিন করে ছুটি এবং বছরে ১২ দিন ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকুরী শেষে আর্থিক সুবিধা প্রদান, প্রতি বছরে পবিত্র ঈদ-উল ফিতর, পবিত্র ঈদ-উল আযহা এবং শারদীয়া দুর্গা পূজা উপলক্ষ্য প্রত্যেকটি পর্বে ০৭ দিন/১ সপ্তাহ করে ছুটি প্রদান, ক্রেডিট ভাতা, দূরত্ব ভাতা, মোবাইল বিল, মোট বেতনের সমপরিমাণ ১টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পিকনিক ভাতা, কর্মী সহায়তা তহবিল, শিক্ষা সহায়তা তহবিল,স্পেশাল ফান্ড সুবিধা, বীমা সুবিধা, পিএফ সুবিধা, গ্রাচুইটি সুবিধা, বাৎসরিক ইনক্রিমেন্ট, মোটরসাইকেল জ্বালানি বিল প্রদান, পুরুষ কর্মীদের আবাসিক সুবিধা, স্পেশাল ফান্ডের সুবিধা তাছাড়াও প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব ও মাতৃত্বজনিত ছুটি।
আবেদন পদ্ধতি: হার্ড কপি
- আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে ২ কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত রঙ্গিন ছবিসহ সকল কাগজপত্র ( জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র) এর সত্যায়িত ফটোকপি বরাবর পরিচালক এইচআরএম অ্যান্ড পিএমইএল, ১৬৬০-১৬৬১ জলমা পুরাতন ফেরিঘাট রোড, জলমা, বটিয়াঘাটা, খুলনা এই ঠিকানায় পাঠাতে অনুরোধ করা যাচ্ছে। খামের উপরে প্রার্থীগণকে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। নির্বাচিত প্রার্থীদের যোগদানের পূর্বে ২০,০০০/= টাকা জামানত হিসেবে জমা দিতে হবে যা চাকুরী শেষে লভ্যাংশসহ ফেরতযোগ্য। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না। যে সকল প্রার্থীদের আত্নীয় সিএসএস- এ কর্মরত রয়েছে তাদের আবেদন না করার জন্য উৎসাহিত করা যাচ্ছে। সীমিত সংখ্যক প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য আহবান করা হবে। নিয়োগ প্রক্রিয়ায় প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে প্রভাবিত করার চেষ্টা করা হলে প্রার্থীকে অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে। সিএসএস কোনো কারণ ব্যতিরেকে যেকোনো আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার অধিকার রাখে। ই-মেইলের মাধ্যমে প্রেরিত সিভি/ ডকুমেন্টস্ গ্রহণ করা হবে না।
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ:
পদের নাম:
- ফ্যাসিলিটেটর (Facilitator)
প্রজেক্ট/ প্রোগ্রাম:
- Health Sector (Bangladesh America Maitree Project)
কাজের সারসংক্ষেপ:
- সিএসএস একটি জনকল্যাণব্রতী স্বেচ্ছাসেবী সংস্থা। ১৯৭২ সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সিএসএ-এর স্বাস্থ্য সেক্টরের অধীনে বাংলাদেশ আমেরিকা মৈত্রী প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের জন্য ফ্যাসিলিটেটর নিয়োজিত হবেন।
দায়িত্ব ও কর্তব্য :
- ইউনিয়ন পর্যায়ে হেলথ অ্যান্ড নিউট্রিশন প্রোমোশন অ্যাজেন্টদের কার্যক্রম সুপারভিশন করা।
- গর্ভবতী ও দুগ্ধদানকারী মাদের স্বাস্থ্য এবং শিশুদের পুষ্টি সম্পর্কে জানা।
- সিবিও পুনঃগঠনে সহযোগিতা ও তাদের সাথে নিয়মিত সভা পরিচালনা করা।
- সিবিও সদস্যদের প্রশিক্ষণ পরিচালনা করা।
- সিবিও, কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন হেল্থ স্ট্যান্ডিং কমিটি এবং পরিবহন প্রদানকারীদের সংগঠনকে মোটিভেশন দান ও শক্তিশালী করা।
- হেলথ অ্যান্ড নিউট্রিশন প্রোমোশন অ্যাজেন্টদের মেডিকেল ইকুইপমেন্ট প্রদান ও ব্যবহার নিশ্চিত করা।
- সেকেন্ডারি হেলথ্ কেয়ার ফ্যাসিলিটি/ হাসপাতালের সাথে রেফারেল লিংকেজ তৈরি করা ও সংকটপূর্ণ রোগীদের চিকিৎসা নিশ্চিত করা।
- রিপোর্ট প্রস্তুত, ডকুমেন্টেশন ও উপকরণ ব্যবস্থাপনায় এরিয়া অফিসারকে সহযোগিতা করা।
- উল্লিখিত দায়িত্ব ছাড়াও সংস্থার প্রয়োজনে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে অন্যান্য দায়িত্ব পালন করা।
চাকরির আরো প্রয়োজনীয় বিষয়সমূহ:
- Age at most 50 years
- মা, শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রকল্পে ফ্যাসিলিটেটর হিসেবে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।
- প্রার্থীদের অবশ্যই সৎ, পরিশ্রমী এবং অধূমপায়ী হতে হবে।
সুযোগ-সুবিধাসমূহ:
- সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
ওয়াক-ইন-ইন্টারভিউতে অংশগ্রহণের তারিখ ও স্থান:
পরীক্ষার তারিখ: ২৮-১১-২০২৪
সময়: সকাল ৯:০০ ঘটিকা
পরীক্ষার স্থান: সিএসএস প্রধান কার্যালয়, ১৬৬০-১৬৬১ জলমা পুরাতন ফেরিঘাট রোড, জলমা, বটিয়াঘাটা, খুলনা ।
- আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত ও আবেদনপত্র সহ ২ কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত রঙ্গিন ছবিসহ সকল কাগজপত্র ( জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র) এর সত্যায়িত ফটোকপি নিয়ে আসতে হবে।
- আবেদনপত্র লিখতে হবে, বরাবর পরিচালক এইচআরএম অ্যান্ড পিএমইএল, সিএসএস প্রধান কার্যালয়, খুলনা।
- জীবন বৃত্তান্ত/ সিভি-তে প্রার্থীগণকে অবশ্যই মোবাইল নম্বর ও ইমেইল উল্লেখ করতে হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। যে সকল প্রার্থীদের আত্নীয় সিএসএস এ কর্মরত রয়েছে তাদের আবেদন না করার জন্য উৎসাহিত করা যাচ্ছে । নিয়োগ প্রক্রিয়ায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করার চেষ্টা করা হলে প্রার্থীকে অযোগ্য হিসাবে বিবেচনা করা হবে। সিএসএস কোনো কারণ ব্যতিরেকে যেকোনো আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার অধিকার রাখে ।
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ:
পদের নাম:
- কাউন্সিলর কাম মেইন্টিন্যান্স সুপারভাইজার
প্রজেক্ট/ প্রোগ্রাম:
- রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতাল
কাজের সারসংক্ষেপ:
- সিএসএস একটি জনকল্যাণব্রতী স্বেচ্ছাসেবী সংস্থা। ১৯৭২ সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সিএসএ-এর স্বাস্থ্য সেক্টরের অধীনে রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের জন্য কাউন্সিলর কাম মেইন্টিন্যান্স সুপারভাইজার রোগীদের ভর্তি এবং অন্যান্য চিকিৎসা কাজে কাউন্সেলিং সহায়তা, বিশেষত চক্ষু রোগী ভর্তির জন্য কাউন্সেলিং, হাসপাতালের ডক্টর অ্যাটেন্ডেন্টদের ডিউটি রোস্টার করা এবং তাদের প্রথম সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করা, হাসপাতালের ইনডোর- আউটডোর এর সকল প্রকার মেইনটেইনেন্স এর জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা সংক্রান্ত কাজে নিয়োজিত হবেন।
দায়িত্ব ও কর্তব্য :
- সুইপার, ক্লিনার এবং ডাক্তার অ্যাটেনডেন্টদের নিয়মিত কার্যক্রম সরেজমিনে সুপারভিশন করা।
- হাসপাতালের ইনডোর এবং আউটডোর পরিস্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করা।
- ফ্যান, এসি, লাইট, রেগুলেটর এবং অন্যান্য মেশিনারিজ পরিচ্ছন্ন ও সচল রাখা এবং প্রয়োজনীয় মেইন্টিন্যান্স নিশ্চিত করা।
- এক্স-রে রুম, ইসিজি রুম, আল্ট্রাসাউন্ড রুম, রেজিস্ট্রেশন, অপটিকশপ, ফার্মেসির পরিচ্ছন্নতা নিশ্চিত করানো।
- সকল বিল্ডিং এর ওয়াল, ফ্লোর, দরজা-জানালা, ছাদ নিয়মিত সুপারভিশন করা।
- টয়লেট, বেসিন, কমোড ফ্লোর এবং অন্যান্য স্থান পরিষ্কার রাখার ব্যবস্থা করা।
- ফটোকপি, ড্রাইভার, দারোয়ানসহ সকল কক্ষ সাজানো-গোছানো এবং পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করা।
- সাব স্টোর, জেনারেটর রুম, হুইল চেয়ার, রোগীর ট্রলি এবং প্যাশেন্ট বেড রং করা এবং সচল রাখার ব্যবস্থা করা।
- হাসপাতালে আগত রোগীদের কাউন্সিলিং করা।
- এছাড়া সংস্থার বৃহত্তর প্রয়োজনে হাসপাতাল ম্যানেজমেন্ট কর্তৃক প্রদত্ত অন্য যেকোনো কাজ।
চাকরির আরো প্রয়োজনীয় বিষয়সমূহ:
- Age at most 25-35 years
- যেকোন প্রতিষ্ঠানে রোগীদের কাউন্সিলিং করা ও মেইন্টিন্যান্স সুপারভাইজার পদে ২ বছরের কাজের অভিজ্ঞতা।
- আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
- প্রার্থীকে অবশ্যই পরিশ্রমী, সৎ এবং অধূমপায়ী হতে হবে।
সুযোগ-সুবিধাসমূহ:
- বাৎসরিক ৩০ দিন করে ছুটি (১৮ দিন নৈমিত্তিক ও ১২ দিন অসুস্থতাজনিত) এবং বছরে ৬ দিন ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকুরী শেষে আর্থিক সুবিধা প্রদান, মোবাইল বিল, মোট বেতনের সমপরিমাণ ১ টি উৎসব ভাতা, কর্মী সহায়তা তহবিল, শিক্ষা সহায়তা তহবিল, বীমা সুবিধা, পিএফ, গ্রাচুইটি সুবিধা ও জ্বালানি বিল প্রদান (প্রযোজ্য ক্ষেত্রে)।
আবেদন পদ্ধতি: হার্ড কপি
- আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে ২ কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত রঙ্গিন ছবিসহ সকল কাগজপত্র ( জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র) এর সত্যায়িত ফটোকপি বরাবর পরিচালক এইচআরএম অ্যান্ড পিএমইএল, ১৬৬০-১৬৬১ জলমা পুরাতন ফেরিঘাট রোড, জলমা, বটিয়াঘাটা, খুলনা এই ঠিকানায় পাঠাতে অনুরোধ করা যাচ্ছে। খামের উপরে প্রার্থীগণকে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না। যে সকল প্রার্থীদের আত্নীয় সিএসএস- এ কর্মরত রয়েছে তাদের আবেদন না করার জন্য উৎসাহিত করা যাচ্ছে। সীমিত সংখ্যক প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য আহবান করা হবে। নিয়োগ প্রক্রিয়ায় প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে প্রভাবিত করার চেষ্টা করা হলে প্রার্থীকে অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে। সিএসএস কোনো কারণ ব্যতিরেকে যেকোনো আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার অধিকার রাখে। ই-মেইলের মাধ্যমে প্রেরিত সিভি/ ডকুমেন্টস্ গ্রহণ করা হবে না।
Project/Program:
- Health Sector (Bangladesh America Maitree Project)
Job Summary:
- CSS, a renowned national non-governmental organization in Bangladesh, has been serving the needs of underprivileged and marginalized communities since 1972. In response to the Bangladesh America Maitree Project, under CSS health sector, currently we are seeking a qualified Accounts Officer to provide accounting and bookkeeping assistance to this project.
Job Responsibilities:
- Manage the project’s budget, ensuring alignment with project goals and donor requirements.
- Prepare financial forecasts and budgets for project phases and activities.
- Monitor and control project expenditures to ensure they are within the approved budget.
- Track financial transactions, including expenses, receipts, and reimbursements, and ensure they are properly recorded.
- Maintain accurate financial records and documents, including invoices, receipts, and financial statements.
- Prepare and submit financial reports highlighting key financial metrics and variances.
- Prepare and check bills/vouchers, and register the daily vouchers.
- Check the daily expenditures for accuracy and authenticity and inform the authority if needed.
- Prepare journal vouchers as per office rules; register the daily incomes and expenditures in the cash book and account for the daily cash at the end of the day. In case of any mismatch of cash with the final account, inform the authority.
- Carry out all banking transactions, including money withdrawals and deposits.
- Inform the authority when the expenditures exceed the annual budget and prepare an extra budget.
- Take necessary actions for approval when any fixed expenditure exceeds the monthly requisition.
- Check whether the products or goods mentioned in the purchase requisition are in line with the budget.
- Any other work assigned by the Supervisor and/or higher authority.
Educational Requirements:
- Post graduate in any related subject
Experience Requirements:
- Experience Requirements : At least 2 years
Additional Requirements:
- Age at most 50 years
- At least 2 years of practical experience in the field of Accounting and Finance
- The candidate should be an expert in MS Office, Web browsing, and Accounts-related software
- The candidate should have a good working knowledge of finance/accounting policies, including VAT and Tax
- Age limit will be relaxed for experienced candidates
Compensation & other benefits:
- Other benefits will be provided as per organizational policy.
Date & Venue of Walk-in-Interview:
Date: 28-11-2024
Time: 9:00 AM
Exam Venue: Head Office, 1660-1661 Jalma Puraton Ferryghat road, Jalma, Batiaghata, Khulna.
- Eligible and interested candidates are requested to bring their CV with a cover letter including duly attested two recent PP-size photographs, duly attested photocopies of all academic certificates, experience certificates, and national ID card.
- Application addressing to the Director- HRM & PMEL, CSS Head Office. Please write the mobile number and email address on your CV. Any attempt to influence the process of recruitment will result in disqualification. CSS authority holds the right to accept or reject any interview or all applications without giving any reasons. No TA/DA will be given to the candidates for the purpose of the interview. Candidates who have relatives working in CSS are discouraged from applying.
Project/Program:
- Health Sector (Bangladesh America Maitree Project)
Job Summary:
- CSS, a renowned national non-governmental organization in Bangladesh, has been serving the needs of underprivileged and marginalized communities since 1972. In response to the Bangladesh America Maitree Project, under CSS health sector, currently we are seeking a qualified MEL Officer for assistance MEL related work to this project.
Job Responsibilities:
- Develop and implement monitoring frameworks and tools.
- Regularly collect data on project performance.
- Ensure timely and accurate reporting of monitoring data.
- Design and conduct evaluations.
- Facilitate the process of learning from monitoring and evaluation findings.
- Organize and participate in learning sessions and workshops to share insights and best practices.
- Integrate lessons learned into project design and implementation to enhance effectiveness and sustainability.
- Any other work assigned by the Supervisor and/or higher authority.
Educational Requirements:
- Graduate/ Post graduate in any subjects.
Additional Requirements:
- Age at most 50 years
- At least 2 years of practical experience in the field of MEL
- Able to ride a motorcycle with a valid driving license
- Applicants are required to have proficiency in English spoken
- Age limit will be relaxed for experienced candidates
Compensation & other benefits:
- Other benefits will be provided as per organizational policy.
Date & Venue of Walk-in-Interview:
Date: 28-11-2024
Time: 9:00 AM
Exam Venue: Head Office, 1660-1661 Jalma Puraton Ferryghat road, Jalma, Batiaghata, Khulna.
- Eligible and interested candidates are requested to bring their CV with a cover letter including duly attested two recent PP-size photographs, duly attested photocopies of all academic certificates, experience certificates, and national ID card.
- Application addressing to the Director- HRM & PMEL, CSS Head Office. Please write the mobile number and email address on your CV. Any attempt to influence the process of recruitment will result in disqualification. CSS authority holds the right to accept or reject any interview or all applications without giving any reasons. No TA/DA will be given to the candidates for the purpose of the interview. Candidates who have relatives working in CSS are discouraged from applying.
Project/Program:
- Health Sector (Bangladesh America Maitree Project)
Job Summary:
- CSS, a renowned national non-governmental organization in Bangladesh, has been serving the needs of underprivileged and marginalized communities since 1972. In response to the Bangladesh America Maitree Project, under CSS health sector, currently we are seeking a qualified Project Coordinator to leading this project.
Job Responsibilities:
- Develop detailed project action plans according to timelines, resources, and budgets.
- Ensure that the project is implemented according to the plan.
- Coordinate the allocation and utilization of resources including personnel, materials, and finances.
- Manage and support project staff and volunteers.
- Engage with community members, local organizations, and other stakeholders.
- Prepare and present regular reports to funders, partners, and other stakeholders.
- Any other work assigned by the Supervisor and/or higher authority.
Educational Requirements:
- Post graduate in any related subject
Additional Requirements:
- Age at most 50 years
- At least 3 years of practical experience as head of maternal & child health and nutrition projects
- Able to ride a motorcycle with a valid driving license
- The candidate should be an expert in MS Office, Web browsing, and Accounts-related software
- Age & education limits will be relaxed for experienced candidates
Compensation & other benefits:
- Other benefits will be provided as per organizational policy.
Date & Venue of Walk-in-Interview:
Date: 28-11-2024
Time: 9:00 AM
Exam Venue: Head Office, 1660-1661 Jalma Puraton Ferryghat road, Jalma, Batiaghata, Khulna.
- Eligible and interested candidates are requested to bring their CV with a cover letter including duly attested two recent PP-size photographs, duly attested photocopies of all academic certificates, experience certificates, and national ID card.
- Application addressing to the Director- HRM & PMEL, CSS Head Office. Please write the mobile number and email address on your CV. Any attempt to influence the process of recruitment will result in disqualification. CSS authority holds the right to accept or reject any interview or all applications without giving any reasons. No TA/DA will be given to the candidates for the purpose of the interview. Candidates who have relatives working in CSS are discouraged from applying.
Job Summary:
- Christian Service Society (CSS) is a national NGO working across the country, implementing a number of projects and programs in the field of health, education, enterprise, and economic development. We are currently looking for an experienced " Director-International " who will play a vital role in overseeing and strengthening organizational fundraising efforts by building and maintaining positive relationships with various stakeholders, coordinating activities with governmental and non-governmental organizations, networking, and making alliances with other NGOs. This position involves tasks ranging from liaising with local and international entities to providing essential administrative support to Dhaka office management.
Job Responsibilities:
Fundraising:
- Lead proposal preparation, conduct donor research, and communicate with national and international NGOs and individuals for fundraising.
- Continuously search for funding opportunities and take necessary initiatives according to organizational guidelines.
- Lead in developing a comprehensive information cell and provide regular updates for fundraising initiatives.
- Guide Manager-Information in preparing necessary documents to respond to Requests for Proposals (RFP) and fund calls.
- Supervise the Manager-Information in new project development initiatives and work closely with consultants.
- Oversee field information collection through regular field visits (by the Liaison Coordinator) to assist concept note/project development.
Networking and Alliance:
- Build and maintain positive relationships while regularly liaising and networking with organizations, individuals, and network partners, both local and foreign.
- Form possible alliances with like-minded organizations and build working relationships with them.
- Regularly communicate and build rapport with Banks and Multinational Corporations, corporate sectors to secure CSR funding opportunities
- Attend Government and Non-Governmental Organization (GO, NGO) coordination meetings and communicate with GOs, NGOs, and other organizations as needed.
- Participate in or assist in representing the organization in different forums.
- Undertake necessary activities to enhance the organization's exposure to partners, donors, government, and local and international NGOs.
Liaison:
- Oversee the establishment of function linkages and ensure the maintenance of good relationships with the NGO Affairs Bureau (NGOAB), Microcredit Regulatory Authority, Palli Karma-Sahayak Foundation (PKSF), NSDA, Ministry of Health, BNMCA and all relevant Gos and NGOs.
- Ensure compliance with all Central Government official requirements, oversee the submission of necessary organizational documents, and actively participate in various meetings, rallies, workshops, etc., for administrative purposes.
- Supervise the execution of highly confidential secretarial tasks, including assignments/jobs related to the NGO Bureau and Microcredit Regulatory Authority (MRA).
- Ensure collection and preservation of field data and information for future reference.
Administration:
- Provide necessary administrative support to the Dhaka office.
Educational Requirements:
- An advance University degree (Master’s degree or equivalent ) in one of the following fields is required: Business Administration, Marketing, Communications, Fundraising, Management or in a relevant discipline from any public or renowned private university.
Additional Requirements:
- Age 35 to 50 years
- A minimum 5 years of professional experience in fundraising, networking and liaison.
- Age 35 to 50 years are preferred, but the age may be relaxed for highly experienced candidates.
- A track record of applicant up to five years successful experience in fundraising, administration, networking and legal procedures in NGO or Charity organization.
- Advance diploma or certification course in fundraising and also international fundraising experience can be advantageous.
- Proficiency in computer operation (MS Office & relevant software) and its applications is required.
- Proven experience in writing project concept note and project proposal.
- Excellent communication skills verbal and written in Bangla and English.
Compensation & other benefits:
- After being permanent upon successful completion of the probation period (six months), other benefits will be provided as per the organizational policy, i.e., provident fund, gratuity, festival bonus, yearly increment, staff insurance (kormi Bima), medical allowance (Kormi Sohayota Tohobil), etc.
Application Procedure: Hard Copy
- Eligible and interested candidates are requested to submit their CV with a cover letter including duly attested two recent PP-size photographs, duly attested photocopy of all academic certificates, experience certificates, and national ID card by addressing to the Director- HRM & PMEL, CSS Head Office, 1660-1661 Jalma puraton ferryghat road, Jalma, Batiaghata, Khulna. Please write the name of the applied position on the envelope and also mention the mobile number in the CV. Only short-listed applicants will be called for an interview. Any attempt to influence the process of recruitment will result in disqualification. CSS authority holds the right to accept or reject any interview or all applications without giving any reasons. No TA/DA will be admissible to the candidates for the interview. Candidates who have relatives working in CSS are discouraged from applying. Email Copy is not acceptable.
Job Summary:
- Christian Service Society (CSS), a national NGO, has been implementing various projects and programs throughout the county for the well-being of the poor and disadvantaged. We are currently seeking an expert "Software Programmer" (ASP.NET Developer) who will be primarily responsible for the design and implementation of existing applications and help to build innovative and scalable software solutions on the MVC platform.
Job Responsibilities:
- Participate in requirements analysis;
- Collaborate with internal teams to produce software design and architecture;
- Write clean, scalable code using .NET programming languages;
- Test and deploy applications and systems;
- Revise, update, refactor, and debug code;
- Improve existing software;
- Develop documentation throughout the software development life cycle (SDLC);
- Serve as an expert on applications and provide technical support.
Educational Requirements:
- Bachelor of Science (BSc) in Computer Science & Engineering
Experience Requirements:
- At least 3 years
- The applicants should have experience in the following business area(s): NGO
Additional Requirements:
- Age 25 to 40 years
- Minimum of 3 years of professional experience as an ASP.NET Core C# Developer, with strong technical skills and expertise in C# .NET, ASP.NET, MVC, and Web API.
- Strong knowledge of Object-Oriented Programming (OOP).
- Professional experience in core application development using C#, ASP.NET MVC, ASP.NET Core MVC, Entity Framework, Entity Framework Core, Routing, Model Binding, and Restful Web APIs.
- Professional experience in front-end design/development using JavaScript, Ajax, JQuery, Bootstrap, HTML & CSS.
- Good knowledge of MS SQL Server 2022, including stored procedures, Functions, Indexing, Table partitioning, Query Optimization, and Database Performance Optimization.
- Experience in designing and developing reports in Fast Reports.
- Knowledge of Software Development Architecture and Software Development Life Cycle (SDLC).
- Knowledge of standard practices like SOLID principles will add value.
- Knowledge of Oracle Forms, Oracle Reports, and Oracle Database.
- Knowledge of data migration using SSMA (SQL Server Migration Assistant).
- Good to have knowledge in SSIS, SSRS, and Crystal Reports.
- Familiarity with the latest Visual Studio and SSMS.
- Experience using TFS, GitHub, or others for source control.
- Knowledge of ASP.NET Core Linux deployment.
- Ability to work in a team as well as under pressure.
- Ability to write clean, well-documented, and efficient code.
- Stay up-to-date with industry trends and best practices in ASP.NET Core, ASP.NET MVC, MSSQL Server, JavaScript, and JQuery development.
- Familiarity with architecture styles/APIs (REST, RPC).
- Understanding of Agile methodologies.
- Excellent troubleshooting and communication skills.
- Good leadership and interpersonal skills.
Compensation & other benefits:
- After being permanent upon successful completion of the probation period (six months), other benefits will be provided as per the organizational policy, i.e., provident fund, gratuity, festival bonus, yearly increment, staff insurance (kormi Bima), medical allowance (Kormi Sohayota Tohobil) etc.
Application Procedure: Hard Copy
- Eligible and interested candidates are requested to submit their CV with a cover letter including duly attested two recent PP-size photographs, duly attested photocopy of all academic certificates, experience certificates, and national ID card by addressing to the Director- HRM & PMEL, CSS Head Office, 1660-1661 Jalma puraton ferryghat road, Jalma, Batiaghata, Khulna. Please write the name of the applied position on the envelope and mention the mobile number in the CV. Only short-listed applicants will be called for an interview. Any attempt to influence the process of recruitment will result in disqualification. CSS authority holds the right to accept or reject any interview or all applications without giving any reasons. No TA/DA will be given to the candidates for the purpose of the interview. Candidates who have relatives working in CSS are discouraged to apply. Email Copy is not acceptable.