WE'RE HIRING!

Currently the following job opportunities are available.

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ:

  • 29 Mar 2025

পদের নাম:

  • ব্রাঞ্চ হিসাবরক্ষক

প্রজেক্ট/ প্রোগ্রাম:

  • Finance & Accounts Team

খালি পদ:

  • 20

কাজের সারসংক্ষেপ:

  • সিএসএস একটি জনকল্যাণব্রতী স্বেচ্ছাসেবী সংস্থা। ১৯৭২ সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার এমআরএ সনদ নং: ০২৫৭৮-০১৯৭৭-০০১২৯। সংস্থার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস্ টিমের জন্য ব্রাঞ্চ হিসাবরক্ষক নিয়োজিত হবেন।

দায়িত্ব ও কর্তব্য :

  • সংস্থার আর্থিক ব্যবস্থাপনা নির্দেশিকা অনুসরণ করে হিসাব সংক্রান্ত যাবতীয় দায়িত্ব পালন করা।
  • সংস্থার নীতিমালা অনুযায়ী কার্যক্রম পরিপালন করা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং এমআরএ সংক্রান্ত আর্থিক বিষয়সমূহ আপডেট রাখা।
  • হাজিরা ও মুভমেন্ট ও ছুটি সংক্রান্ত সংক্রান্ত কার্যক্রম সম্পাদন করা ও রেজিস্টার সংরক্ষণ করা।
  • বার্ষিক কর্ম-পরিকল্পনা প্রণয়নে সহযোগিতা করা এবং সে অনুযায়ী বাজেট প্রস্তুত করা। অনুমোদিত বাজেট নিয়ন্ত্রণ ও ত্রৈমাসিক ভিত্তিতে বাজেট ভেরিয়েন্স রিপোর্ট প্রস্তুত করে কর্তৃপক্ষকে অবহিত করা।
  • এলও ভিত্তিক প্রতিদিনের আদায়সিটের টাকা বুঝে নেওয়া, উক্ত টাকা ব্যাংকে জমা নিশ্চিত করা এবং সফ্টওয়ারে পোস্টিং দেওয়া।
  • ক্যাশ ও ব্যাংক সংক্রান্ত যাবতীয় দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করা।
  • বিল ও ভাউচার চেকিং, অনুমোদিত বিলের টাকা প্রদান, ভাউচার প্রস্তুত ও অনুমোদন এবং সমন্বয় সংক্রান্ত কার্যক্রম সম্পাদন করে সফ্টওয়ারে পোস্টিং দেওয়া।
  • দৈনিক তথ্যসিট ও প্রাপ্তি-প্রদান সিট প্রিন্ট দিয়ে যথাযথ স্বাক্ষরসহ সংরক্ষণ করা।
  • ক্যাশ বুক, জেনারেল লেজার, আয়-ব্যয় হিসাব, প্রাপ্তি-প্রদান হিসাব, রেওয়ামিল ও উদ্বৃত্তপত্র প্রস্তুত ও সংরক্ষণ করা।
  • সদস্য ভর্তি ফরম ও ঋণ আবেদন ফরম যাচাই ও সংরক্ষণ করা। ঋণ বিতরণের পূর্বে ঋণ আবেদন ফরম সরেজমিনে যাচাই করা।
  • ঋণ বিতরণ ও নগদে সঞ্চয় উত্তোলন/ফেরতের ক্ষেত্রে যাবতীয় ডকুমেন্ট্স চেক করে টাকা প্রদান করা।
  • কর্মীদের বেতন-ভাতা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পাদন অফিস ভাড়ার চুক্তিপত্র নবায়ন কার্যক্রমে বিএমকে সহযোগিতা করা।
  • সরকারি নিয়মানুযায়ি ভ্যাট ও ট্যাক্স সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পাদন করা এবং সকল রেজিস্টার হালনাগাদ রাখা ও যথাযথভাবে সংরক্ষণ করা।
  • পিএফ, গ্রাচুইটি, লিভ-পে ও স্টাফ ঋণ সংক্রান্ত কার্যক্রম সস্পাদন করা এবং হিসাব সংক্রান্ত রিপোর্ট যাচাই ও পর্যালোচনা করা।
  • মাসিক এফআইএস ও এমআইএস রিপোর্ট মিলকরণ করা এবং যথাযথ স্বাক্ষরসহ সংরক্ষণ করা।
  • মাসিক তহবিল চাহিদা প্রস্তুত করা, তহবিল গ্রহণ, প্রদান ও প্রাপ্তি স্বীকার নিশ্চিত করা। তহবিল সংক্রান্ত বিষয়ে জোনাল অফিস ও প্রয়োজনে অন্য অফিসের সাথে যোগাযোগ রক্ষা করা।
  • নীতিমালা অনুযায়ী ক্রয়-বিক্রয় সম্পর্কিত কার্যক্রম এবং স্টোর ও স্থায়ী সম্পদ সম্পর্কিত কার্যক্রম সম্পাদন করা এবং সম্পদের সংরক্ষণ করা।
  • কর্মীর ছাড়পত্র সম্পর্কিত কার্যক্রম সম্পাদন করা।
  • দৈনন্দিন, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক আর্থিক প্রতিবেদনসহ কর্তৃপক্ষের চাহদানুযায়ী বিভিন্ন প্রতিবেদন প্রস্তুত করা ও কর্তৃপক্ষকে তা প্রেরণ করা।
  • অভ্যন্তরীণ নিরীক্ষা ও বহিঃনিরীক্ষা কার্যে সহযোগিতা করা।
  • অ্যাকাউন্টস ও ফাইন্যান্স সংক্রান্ত বিভিন্ন মিটিং/ওয়ার্কশপে যোগদান করা।
  • সংস্থা/কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করা।

চাকুরির ধরণ:

  • ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা:

  • হিসাববিজ্ঞান/ম্যানেজমেন্ট/ফিন্যান্স/ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এ স্নাতক অথবা স্নাতকোত্তর

অভিজ্ঞতা:

  • N/A

চাকরির আরো প্রয়োজনীয় বিষয়সমূহ:

  • বয়স সর্বোচ্চ ৪০ বছর
  • উভয় পুরুষ এবং নারীরা আবেদন করতে পারবেন
  • অনভিজ্ঞ প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে। তবে ফিন্যান্স, অ্যাকাউন্টস, অ্যাকাউন্টিং সফ্টওয়্যার, ভ্যাট ও ট্যাক্স এর উপর প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • যেকোনো প্রতিষ্ঠানে সমজাতীয় কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • কম্পিউটারের এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট এবং যে কোনো ধরনের সফ্টওয়্যার পরিচালনায় পারদর্শীতা থাকতে হবে।
  • প্রার্থীদের সংস্থার চাহিদা মোতাবেক আইনগত অভিভাবকের নিকট হতে অঙ্গীকারনামা জমা দিতে হবে।
  • প্রার্থীদের বাংলাদেশের যেকোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।
  • বাইসাইকেল চালিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে, তবে ড্রাইভিং লাইসেন্স এবং মোটর সাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

কর্মস্থল:

  • Brahmanbaria, Chandpur, Chattogram, Cumilla, Dhaka, Gazipur, Kishoreganj, Laksmipur, Munshiganj, Narayanganj, Narsingdi, Noakhali

বেতন:

  • টাকা.২০০০০ - ২৫০০০ (মাসিক)

সুযোগ-সুবিধাসমূহ:

  • পিএফ, গ্রাচুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, কর্মী বীমা, মোবাইল বিল, মোট বেতনের সমপরিমাণ ১টি উৎসব ভাতা, পিকনিক ভাতা, কর্মী সহায়তা তহবিল, মোটরসাইকেল জ্বালানি বিল প্রদান, বাৎসরিক ৩০ দিন ছুটি এবং বছরে ৬ দিন ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকুরী শেষে আর্থিক সুবিধা প্রদান, প্রতি বছরে পবিত্র ঈদ-উল-ফিতর, পবিত্র ঈদ-উল-আযহা এবং শারদীয়া দুর্গা পূজা উপলক্ষ্যে প্রত্যেকটি পর্বে ০৭ দিন/১ সপ্তাহ করে ছুটি প্রদান, তাছাড়াও প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব ও মাতৃত্বজনিত ছুটি।

আবেদনের শেষ তারিখ:

  • 28 Apr 2025

আবেদন পদ্ধতি: হার্ড কপি

  • আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে ২ কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত রঙ্গিন ছবিসহ সকল কাগজপত্র ( জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র) এর সত্যায়িত ফটোকপি বরাবর পরিচালক এইচআরএম অ্যান্ড পিএমইএল, সিএসএস উত্তরা ব্রাঞ্চ, বাড়ি নং-২৬, রোড নং-১১, সেক্টর-৪, উত্তরা মডেল টাউন, উত্তরা, ঢাকা এই ঠিকানায় পাঠাতে অনুরোধ করা যাচ্ছে। খামের উপরে প্রার্থীগণকে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে । নির্বাচিত প্রার্থীদের যোগদানের পূর্বে ২০,০০০/= টাকা জামানত হিসেবে জমা দিতে হবে যা চাকুরী শেষে লভ্যাংশসহ ফেরতযোগ্য। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না। যে সকল প্রার্থীদের আত্মীয় সিএসএস এ কর্মরত রয়েছে তাদের আবেদন না করার জন্য উৎসাহিত করা যাচ্ছে। সীমিত সংখ্যক প্রার্থীদের মোবাইলে এসএমএস/কল- এর মাধ্যমে নির্বাচনী পরীক্ষার জন্য আহবান করা হবে। নিয়োগ প্রক্রিয়ায় প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে প্রভাবিত করার চেষ্টা করা হলে প্রার্থীকে অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে। সিএসএস কোনো কারণ ব্যতিরেকে যেকোনো আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার অধিকার রাখে। ই-মেইলের মাধ্যমে প্রেরিত সিভি/ ডকুমেন্টস্ গ্রহণ করা হবে না।

Published Date:

  • 1 Apr 2025

Post:

  • Store Officer

Project/Program:

  • SDS

Vacancy:

  • 01

Job Summary:

  • Christian Service Society (CSS), a renowned national non-governmental organization, has been serving the needs of underprivileged and marginalized communities since 1972. CSS has been working towards creating sustainable change in Bangladesh, implementing a number of projects and programs focusing on areas such as education, healthcare, women's empowerment, disaster relief and rehabilitation, economic (microfinance) and enterprise development, etc. We are looking for an experienced and qualified “Store Officer” who will be responsible for maintaining the store in an efficient, safe, and secure manner.

Job Responsibilities:

  • Store all items properly, ensuring they are organized and easily accessible.
  • Check the quality of incoming goods to maintain high standards of the inventory.
  • Visit the market to gather price rates for different materials and help in cost control.
  • Collaborate with management to prioritize program and information needs.
  • Identify any obstacles or challenges when purchasing materials and propose solutions.
  • Analyze financial calculations related to inventory and procurement.
  • Prepare concise and informative reports for management to keep them updated on store activities.
  • Maintain the store area clean, orderly, and secure, following safety guidelines.
  • Ensure timely and accurate delivery of store items while adhering to organizational procedures.
  • Receive store items in good and usable condition and maintain proper accounts, ledgers, and records.
  • Ensure posting in software and register book.
  • Monitor the stock levels regularly and ensure an adequate supply of all items.
  • Ensure software entry is done on time.
  • Prepare purchase requisitions and quarterly consumption reports, as required by supervisors.
  • Provide assistance to the Finance, Accounts, and Audit section in fulfilling their responsibilities.
  • Regularly review the expiry dates of perishable items and promptly notify the appropriate authority of any expiry or items about to exceed the expiry dates.
  • Perform any other duties as assigned by the higher authority to support store operations.
  • Ensure compliance with regulations, office orders, and government laws on VAT and Tax.

Employment Status:

  • Full Time

Educational Requirements:

  • Graduate/Postgraduate from any discipline.

Experience Requirements:

  • At least 2 years

Additional Requirements:

  • Age at most 35 years
  • Applicants must have a minimum 2 years of experience in store management
  • Age requirements will be relaxed for experienced candidates
  • Preference will be given to those who have received training on Store management
  • Computer literacy is essential and expert user of store-related software
  • Motorcycle driving skill with valid driving license will be an added advantage

Job Location:

  • Khulna

Salary:

  • Tk. 13000 - 15000 (Monthly)

Compensation & other benefits:

  • After being permanent upon successful completion of the probation period (six months), other benefits will be provided as per the organizational policy, i.e., provident fund, gratuity, festival bonus, yearly increment, staff insurance (kormi Bima), medical allowance (Kormi Sohayota Tohobil), etc.

Application Deadline:

  • 15 Apr 2025

Application Procedure: Hard Copy

  • Eligible and interested candidates are requested to submit their CV with a cover letter including duly attested two recent PP-size photographs, duly attested photocopies of all academic certificates, experience certificates, and national ID card by addressing to the Director- HRM & PMEL, CSS Head Office, 1660-1661 Jalma Puraton Ferryghat road, Jalma, Batiaghata, Khulna. Please write the name of the position on the envelope and also mention the mobile number on your CV. Only short-listed applicants will be called for an interview. Any attempt to influence the process of recruitment will result in disqualification. CSS authority holds the right to accept or reject any interview or all applications without giving any reasons. No TA/DA will be given to the candidates for the purpose of the interview. Candidates who have relatives working in CSS are discouraged from applying. Email Copy is not acceptable.

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ:

  • 30 Mar 2025

পদের নাম:

  • অফিস সহকারী

প্রজেক্ট/ প্রোগ্রাম:

  • MFP

খালি পদ:

  • 01

কাজের সারসংক্ষেপ:

  • সিএসএস একটি জনকল্যাণব্রতী স্বেচ্ছাসেবী সংস্থা। ১৯৭২ সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার এমআরএ সনদ নং: ০২৫৭৮-০১৯৭৭-০০১২৯। সংস্থার মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম (এমএফপি) এর জন্য অফিস সহকারী নিয়োজিত হবেন।

দায়িত্ব ও কর্তব্য :

  • নিরীক্ষা বিভাগ কর্তৃক প্রেরিত নিরীক্ষা প্রতিবেদন প্রস্তুত করার কাজে সহযোগিতা করা।
  • প্রোগ্রাম ম্যানেজার কর্তৃক প্রদত্ত ব্যবস্থাপত্র ফাইলে আপডেট করার কাজে সহযোগিতা করা।
  • সার্কুলার/ ইস্যুকৃত বিভিন্ন চিঠিপত্র যথাসময়ে স্ব-স্ব ফাইলে সংরক্ষণ করা।
  • মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের জোন পর্যায় থেকে ই- মেইলে প্রাপ্ত নিরীক্ষা প্রতিবেদনের ফিডব্যাক চিঠি রেকর্ড বিভাগে দেওয়ার কাজে সহযোগিতা করা।
  • মাঠ পর্যায় থেকে অনুমোদনের লক্ষ্যে আগত চিঠি পিএম ও পরিচালকের অনুমোদনের জন্য প্রস্তুত করার কাজে সহযোগিতা করা।
  • পরিচালক-এমএফপি কর্তৃক অনুমোদিত চিঠিপত্র/আবেদন বিভিন্ন দপ্তরে পৌঁছে দেওয়ার কাজে সহযোগিতা করা।
  • ব্রাঞ্চ পর্যায় থেকে অনুমোদনের লক্ষ্যে আগত বিভিন্ন চিঠিপত্র অনুমোদনের পর রেজিস্টারে তালিকাভুক্ত করে ব্রাঞ্চ পর্যায়ে প্রেরণের জন্য রেকর্ডে প্রেরণ করা।
  • অনুমোদিত বিভিন্ন চিঠিপত্রের সফট কপি ব্রাঞ্চ পর্যায়ে প্রেরণের লক্ষ্যে স্ক্যান করার কাজে সহযোগিতা করা।
  • মাঠ পর্যায়ের চাহিদা মোতাবেক বিভিন্ন চিঠিপত্র সরবরাহ করাসহ ফিল্ডের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় তথ্য দিয়ে করসপন্ডেন্স অ্যান্ড ডকুমেন্টেশন অফিসারকে সহযোগিতা করা।
  • প্রধান কার্যালয়ের বিভিন্ন দপ্তরের চাহিদা অনুয়ায়ী প্রোগ্রামের পক্ষে সহযোগিতা করা।
  • উপরোক্ত দায়িত্ব পালন করা ছাড়াও সংস্থা/কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করা।

চাকুরির ধরণ:

  • Full Time

শিক্ষাগত যোগ্যতা:

  • স্নাতক

অভিজ্ঞতা:

  • N/A

চাকরির আরো প্রয়োজনীয় বিষয়সমূহ:

  • Age at most 35 years
  • কম্পিউটারের এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট এবং যে কোনো ধরনের সফটওয়্যার পরিচালনায় পারদর্শি হতে হবে।
  • যেকোনো প্রতিষ্ঠানে অফিসিয়াল কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নম্বার উল্লেখ করতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই পরিশ্রমী, সৎ এবং অধূমপায়ী হতে হবে।

কর্মস্থল:

  • Khulna

বেতন:

  • Tk. 9000 - 12000 (Monthly)

সুযোগ-সুবিধাসমূহ:

  • বাৎসরিক ৩০ দিন করে ছুটি (১৮ দিন নৈমিত্তিক ও ১২ দিন অসুস্থতাজনিত) এবং বছরে ৬ দিন ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকুরী শেষে আর্থিক সুবিধা প্রদান, মোট বেতনের সমপরিমাণ ১ টি উৎসব ভাতা, কর্মী সহায়তা তহবিল, শিক্ষা সহায়তা তহবিল, বীমা সুবিধা, পিএফ ও গ্রাচুইটি সুবিধা ।

আবেদনের শেষ তারিখ:

  • 15 Apr 2025

আবেদন পদ্ধতি: হার্ড কপি

  • আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে ২ কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত রঙ্গিন ছবিসহ সকল কাগজপত্র ( জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র) এর সত্যায়িত ফটোকপি বরাবর পরিচালক এইচআরএম অ্যান্ড পিএমইএল, সিএসএস প্রধান কার্যালয়, ১৬৬০-১৬৬১ জলমা পুরাতন ফেরিঘাট রোড, জলমা, বটিয়াঘাটা, খুলনা এই ঠিকানায় পাঠাতে অনুরোধ করা যাচ্ছে। খামের উপরে প্রার্থীগণকে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না । যে সকল প্রার্থীদের আত্নীয় সিএসএস এ কর্মরত রয়েছে তাদের আবেদন না করার জন্য উৎসাহিত করা যাচ্ছে । সীমিত সংখ্যক প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য আহ্বান করা হবে। নিয়োগ প্রক্রিয়ায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করার চেষ্টা করা হলে প্রার্থীকে অযোগ্য হিসাবে বিবেচনা করা হবে। সিএসএস কোনো কারণ ব্যতিরেকে যে কোনো আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার অধিকার রাখে । ই-মেইলের মাধ্যমে প্রেরিত সিভি/ ডকুমেন্টস্ গ্রহণ করা হবে না।

Donation Information

Thanks for your kind contribution for the wellbeing of needy people.

BANK ACCOUNT INFORMATION

Christian Service Society (CSS)

Current A/c no: 120.110.26479
Swift: DBBL BD DH
Routing Number: 090471544
Dutch-Bangla Bank Ltd.
Khulna Branch
Khulna, Bangladesh.

TOP